বিডি ল নিউজঃ সাকিব আল হাসান গত কালই ক্রিকেটের তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে মনোনীত হয়েছেন। আর আজই দিলেন তার একটি প্রমাণ। সাকিব আল হাসানের অসাধারণ বোলিং নৈপুন্যে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে ব্রিসবেন হিটার্স। মঙ্গলবার বিগ ব্যাশ টি-২০’তে নিজেদের মাঠে সাকিব, প্যাটিনসনদের বোলিং তোপে পড়ে ব্রিসবেন ব্যাটমস্যানরা। প্যাটিনসনের করা প্রথম দুই বলেই দুই উইকেট হারায় ব্রিসবেন। এর পর সাকিব ঘূর্নিতে যাওয়া আসার মধ্যে কাটাতে ব্রিসবেন হিটার্সের ব্যাটসম্যানদের। ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রানে ৪ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪ উইকেট নেয়ার পাশাপাশি এন্ড্র ফ্লিনটফকে রান আউট করেন সাকিব।
১৭.৩ ওভারে ৮০ রানে গুটিয়ে যায় ব্রিসবেন। ব্রিসবেনের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন বেন কাটিং। এবারের বিগ ব্যাশ টি-২০’তে সাকিবের এটি তৃতীয় ম্যাচ, আগের দুই ম্যাচে বল হাতে পারফর্ম করলেও ব্যাটসম্যান হিসেবে ঠিক সাকিবের মতো জ্বলে উঠতে পারেননি। প্রথম ম্যাচে ৫ নাম্বারে নেমে ১৪ রান করলেও ২য় ম্যাচে নামানো হয়েছে ইনিংসের ১৮তম ওভারে। সেই ম্যাচে ৫ বলে মাত্র ১ রান করেন। তবে বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ক্যামেরুন হোয়াইটের উইকেট। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-৪।
Discussion about this post