বিডি ল নিউজঃ বলিউডে সবচেয়ে কার হাসি সুন্দর বলেন তো? হুম কার আবার? অবশ্যই সোনম কাপুরের। শুধু পর্দায় ভাল অভিনেত্রীই নয়, বরং বাবার সুকন্যা হিসেবেও বলিউডের ফ্যাশন আইকন সোনম কাপুর। জীবনের প্রতিটি মুহূর্ত- তা অভিনয় নিয়েই হোক, আর প্রেম-ভালবাসাই হোক, সবই বাবা অনিল কাপুরের সঙ্গে শেয়ার করেন সোনম। সম্প্রতি সোনম এক সাক্ষাৎকারে তার তারকা বাবা অনিল কাপুর নিয়ে বলেন, ‘বাবার সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক। সে মোটেও কড়া নয় এবং খুব ভাল একজন পরামর্শদাতা। আমি আমার কর্মজীবন, প্রেমজীবন সবই বাবার সঙ্গে শেয়ার করি। এমনকী বাবা সেই গোপন বিষয়গুলি আমার মায়ের সঙ্গেও শেয়ার করেন না।’
বর্তমানে অভিষেক ডোগরা পরিচালিত ‘ডলি কি ডোলি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অনিল কন্যা। আর এতে এক প্রতারক নারী, যে কিনা ধনী ছেলেদের বিয়ে করে প্রথম রাতেই ধনসম্পদ নিয়ে পালিয়ে যায়। সিনেমাটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।
Discussion about this post