বিডি ল নিউজঃ বিরোধী দল বিএনপির নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নয়াপল্টনের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। আগামিকাল আসরের নামাজের পর জানাযা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরাফাত রহমানের জানাজা হবে বলে বিবৃতি দিয়ে জানিয়েছিল বিএনপি। তবে আজ আরেকটি বিবৃতি দিয়ে বায়তুল মোকররমে জানাযা আয়োজনে খবর জানানো হয়েছে। মঙ্গলবার সকালে কুয়ালালামপুর থেকে কোকোর মরদেহ ঢাকার আনার ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post