বিডিলনিউজ: ‘স্পিকারের অবাক সিদ্ধান্ত’ শিরোনামে প্রথম আলোয় মঙ্গলবার যে সম্পাদকীয় ছাপা হয়েছে, তাতে সংসদ অবমাননা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বিকেলে সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে তিনি গত ৩০ জুন বাজেট পাসের সময় বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার জন্য আরো বেশি সময় না দেয়া প্রসঙ্গে প্রথম আলোর ওই সম্পাদকীয়তে কঠোর সমালোচনা করেন। স্পিকারের ওই সিদ্ধান্তকে প্রথম আলো ‘অনভিপ্রেত’ ও ‘পীড়াদায়ক’ বলে উল্লেখ করায় সুরঞ্জিত বলেন, “এর মাধ্যমে প্রথম আলোর মতো একটি জনপ্রিয় এবং দায়িত্বশীল পত্রিকা সংসদের অবমাননা করেছে।”
সুরঞ্জিত বলেন, “সংসদ অধিবেশন চলাকালে স্পিকার সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি চাইলে যেকোনো সদস্যকে কথা বলতে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই এখতিয়ার স্পিকারের আছে। সুতরাং তার এই সিদ্ধান্তকে ‘যান্ত্রিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করে প্রথম আলো অন্যায় করেছে।” এ জাতীয় আচরণের বিরুদ্ধে সরকারি ও বিরোধী দল সবার ঐকমত্য থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
প্রথম আলো তাদের ওই সম্পাদকীয়তে বলেছে, বিরোধী দলকে সংসদে রাখার ব্যাপারে সরকারি দলের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ‘সময় গড়িয়ে যাচ্ছে’ বলে গিলোটিন চালাতে সংসদীয় কার্যপ্রণালী বিধি স্পিকারের ওপর বাধ্যবাধকতা সৃষ্টি করেনি। বাজেট ৩০ জুন রাত ১২টার মধ্যে যেকোনো সময়ই অনুমোদন করা যেত।(সুত্র:অননিউজ)
Discussion about this post