বিডি ল নিউজঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে থাকছে র্যাবের চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জনসাধারণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন। হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র্যাব চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। ওই দিন র্যাবের বোম ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তত থাকবে’।
২০ ফেব্রুয়ারি থেকেই সাদা পোশাকে র্যাবের একটি টিম ওই এলাকায় টহলে থাকবে বলেও তিনি জানান।
Discussion about this post