বিডি ল নিউজঃ শহরটির কাছে ২০০২ সালে পাওয়া যায় নর্দার্ন বল্ড আইবিস পাখির একটি ছোট প্রজনন কলোনি।
গত সপ্তাহে লড়াইয়ের মুখে সংরক্ষণে রাখা তিনটি পাখিকে রেখে পালিয়ে যায় রক্ষীরা। এরপর পাখিগুলোর কি হয়েছে তা আর জানা যায়নি। নিখোঁজ চতুর্থ পাখিটির খবর পেতে ১০০০ ডলার পুরস্কারঘোষণা করেছেন কর্মকর্তারা।
লেবাননে প্রকৃতি সংরক্ষণ সমিতি বিবিসি’কে বলেছে, জেনোবিয়া নামক স্ত্রী-পাখির খোঁজ পাওয়া খুবই জরুরি।
এ প্রজাতির পাখিগুলো শীতকালে ইথিওপিয়ায় যায়। কেবলমাত্র জেনোবিয়াই ইথিওপিয়া যাওয়ার পথটি চেনে এবং তাকে ছাড়া বন্দি অন্য পাখিগুলোকে ছাড়া সম্ভব না। আর তা করা না গেলে সিরিয়ায়প্রাকৃতিক পরিবেশে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
প্রকৃতি সংরক্ষণ সমিতির প্রধান আসাদ সেরহাল বলেন, “সংস্কৃতি এবং প্রকৃতি হাতে হাত ধরে চলে। যুদ্ধ হয়ত বন্ধ হবে, কিন্তু কোনো প্রজাতিকে বিলুপ্তিরি হাত থেকে ফিরিয়ে আনা যাবে না।”
বৈরুত থেকে বিবিসি’র সংবাদদাতা জিম মুইর বলছেন, পাখিগুলো এ অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ১০ বছরেরও বেশি সময় আগে পালমিরার কাছে এ প্রজাতিরসাতটি পাখির একটি বসতি খুঁজে পাওয়া যায়।
তবে পাখিগুলোকে সংরক্ষণ করার পরও বর্তমানে তাদের মধ্যে মাত্র চারটি পাখিই অবশিষ্ট ছিল।
আইএস ইরাকের রামাদি শহর দখলের মাত্র কয়েকদিন পরই সিরিয়ার পালমিরা আইএস জঙ্গিদের দখলে চলে যায়।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা পালমিরা আইএস এর দখলে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। আইএস জঙ্গিরা ইরাকের নিমরুদসহ বেশ কিছু প্রাচীন শহর ধ্বংস করেছে।
Discussion about this post