দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করলে দেশবাসী তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, ভারত একতরফাভাবে বিভিন্ন সুবিধা আদায় করে নিচ্ছে। কিন্তু পরিবর্তে তারা দিচ্ছে লাশ, ফেলানী, টিপাইমুখ বাঁধ।
চরমোনাই পীর বলেন, ভারতের কাছ থেকে তিস্তার ন্যায্য হিস্যা আদায় না করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নতুন কোনো চুক্তি করলে দেশবাসী তা মেনে নেবে না।
Discussion about this post