পদের নাম: লিগ্যাল অফিসার
প্রতিষ্ঠানের নাম: এইচএআরডি সোসাইটি
খালি পদের সংখ্যা:
০১
চাকরির বিবরণ/দায়িত্বসমূহ:
হিউমেনিট্যারিয়ান এইড ফর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (হার্ড সোসাইটি) একটি জনকল্যানব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘদিন যাবত মানিকগঞ্জ ও ফরিদপুর এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার বিভিন্ন কর্মসূচিতে উল্লেখিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে।
চাকরির ধরন:
ফুল টাইম
অভিজ্ঞতা:
১ থেকে ৫ বছর
অন্যান্য যোগ্যতা:
বয়স ২৫ থেকে ৪৫ বছর
১-৫ বছরের কোর্ট এর উকালতির অভিজ্ঞত্সহ কম্পিউটার চালনায় বাংলা ও ইংলিশ টাইপিং পারদর্শী হতে হবে।
কর্মস্হল:
ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ
বেতন সীমা:
টাকা. ২০০০০ – ৩০০০০
আবেদনের শেষ তারিখ: মার্চ ২২, ২০১৬
যোগাযোগের ঠিকানা: পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্য তোলা ২ কপি পিপি সাইজ ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নং সহ আবেদনপত্র বরাবর নির্বাহী পরিচালক (হার্ড সোসাইটি) সেক্টর নং-১৩ রোড নং-১৪ বাসা নং-৫৩ উত্তরা-ঢাকা, মোবাইল নং-০১৮৭৪-০৪৫১০০।
ডাক/ কুরিয়ার যোগে অথবা – office.manager@hardsociety.org এই ই-মেইল ঠিকানায় মার্চ ২২/০৩/২০১৬ তারিখের মধ্যে পৌছাতে হবে। বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় আহব্বান করা হবে। খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করে।
Discussion about this post