কুবি প্রতিনিধি:কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন,গণস্বাক্ষর ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোসহ সাধারন শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, কুবি ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক রেজা-ই-ইলাহী ,সাংস্কৃাতিক সংগঠনগুলোর নের্ত্ববৃন্দসহ সাধারন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা তনু হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অতি দ্রুত তনুর খুনিদের গ্রেফতারের দাবি জানান তারা।
২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা মো. ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
Discussion about this post