বিডিলনিউজ: পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন বাতিল দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি। পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন লিখিত বক্তব্যে তাদের দাবি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি আতিকুর রহমান, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মো. রাজু, সদস্য সচিব জামাল উদ্দিন, রাঙামাটি জেলা আহ্বায়ক বেগম নূরজাহান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
Discussion about this post