ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের আগেই বিপরীতমুখী অবস্থানে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। রিভিউ আবেদন বেঞ্চের বিচারক সংখ্যা নিয়ে এই বিপরীতমুখী অবস্থানে তারা।
ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল সাত বিচারপতির বেঞ্চ। এখন আপিল বিভাগে আছেন পাঁচ বিচারপতি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার মতে, যে কজন বিচারক রায় দিয়েছেন, তার চেয়ে কম বিচারপতির বেঞ্চে শুনানি সম্ভব নয়। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, এই ধরনের কোনো নিয়ম নেই।
গত পহেলা আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সরকার রায়ের সার্টিফায়েড কপি পায় অক্টোবরে। তখন সরকার জানিয়েছিল নভেম্বরের ভেতর রিভিউ আবেদন করা হবে। কিন্তু আবেদন করতে না পেরে রাষ্ট্রপক্ষ সার্টিফায়েড কপি নভেম্বরের শেষে পাওয়া গেছে বলে জানায়।
তবে, রিভিউ আবেদন জমা দেয়ার আগেই বেঞ্চ গঠন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, রায়ের সময় যে ক’জন বিচারক ছিলেন, তার চেয়ে কম বিচারকের বেঞ্চে রিভিউ আবেদনের শুনানির নিয়ম নেই। তবে, অ্যাটর্নি জেনারেলের এই মত খারিজ করে দিয়েছেন আইনমন্ত্রী।
এ মাসেই রিভিউ আবেদনের মাধ্যমে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া পুরো রায়ই বাতিল চাইবে সরকারপক্ষ।
সূত্র- ডিবিসি নিউজ
Discussion about this post