বন্দরনগরীতে পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুনুর রশিদ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় জসিম উদ্দিন ওরফে তোতলা জসিমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসীম পশ্চিম মাদারবাড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়েছে। তিনি হারুন হত্যা মামলার এজহারভুক্ত আসামি।
গ্রেফতার জসিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা বলেও জানান তিনি।
গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হারুন।
তিনি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরী ভাতিজা ছিলেন। এ হত্যাকাণ্ডের পর থেকে যুবলীগ-ছাত্রলীগকে দায়ী কর আসছেন বিএনপি নেতারা।
Discussion about this post