কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সাদ্দাম হোসেন (২৬) নামে ১২ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একনলা বন্দুক, কার্তুজ ও ধারালো অস্ত্র।
আজ সোমবার (১৯ মার্চ) সকালে টেকনাফ থানা পুলিশের পৃথক তিনটি দল সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, আটক সাদ্দাম শীর্ষ সন্ত্রাসী ও এলাকায় ইয়াবা গডফাদার নামে পরিচিত। তার নামে ইয়াবা, ধর্ষণ ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। তিনি হ্নীলা মৌলভীবাজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ক্রসফায়ারে নিহত চামরা বাদশার ছেলে।
টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া যুগান্তরকে বলেন, সন্ত্রাসী ও মাদক গডফাদার সাদ্দামকে ধরার জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ আজ সকালে তিনি পুলিশের জালে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ ধরা পড়েন।
তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৫টি ইয়াবার মামলা, একটি ধর্ষণ মামলা, একটি অস্ত্র মামলা ও কয়েকটি মারামারিসহ ১২টি মামলা রয়েছে।
Discussion about this post