ডেস্ক রিপোর্ট: উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা নানা দিক দিয়ে উন্নত এবং সমৃদ্ধ। কিন্তু লাইন গ্যাসের সংযোগের অভাবে শিল্প কারখানা এখনও সেভাবে গড়ে ওঠেনি। সেই অভাব দূর করতে দীর্ঘদিন ধরে গাইবান্ধাবাসী লাইন গ্যাসের সংযোগের দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
‘ভালোবাসি গাইবান্ধা, ঢাকা’ নামের একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন এই মানবন্ধন ও সমাবেশের আয়োজন করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অবহেলিত ও মঙ্গাপীড়িত জেলা গাইবান্ধায়।
সংগঠনটি আগামী ২২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গাইবান্ধা জেলায় গ্যাস সংযোগের দাবিতে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে। কর্মসূচীতে ঢাকায় বসবাসরত গাইবান্ধা জেলার প্রায় ৬ শতাধিক ছেলেমেয়ে অংশগ্রহণ করবেন।
মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০৪ (গাইবান্ধা-জয়পুরহাট) এলাকার এম’পি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এ ছাড়াও ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
Discussion about this post