বিনোদন ডেস্ক: দশ বছর পর মাথাচাড়া দিয়ে ওঠা ‘তনুশ্রী বিতর্ক’ যেন দিন দিন আরো ছড়িয়ে পড়ছে। বলিউডের এই অভিনেত্রীর বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। বুধবার তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরেকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তনুশ্রীর বিরুদ্ধে মামলা করেছে মহারাষ্ট্র পুলিশ।
এই বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানায়, বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের বিদ জেলার কাইজ থানায় এমএনএস ইউনিট সভাপতি সুমন্ত দাস মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, তনুশী দত্ত তার দলের প্রধানের মানহানি করেছেন।
নানার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে তনুশ্রী বলেছিলেন ২০০৮ সালে এই ঘটনার পর অভিযোগ করতে চাইলেও মহারাষ্ট্র নবনির্মান পার্টির কর্মীদের কারনে তখন ভয়ে কোন অভিযোগ করেননি। নানা পাটেকর ঐ পার্টির রাজনীতি করেন বলেই ভয় পেয়েছিলেন তিনি।
সম্প্রতি তনুশ্রী নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। আর এতে বেজায় ক্ষেপেছেন পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ। এমন অভিযোগ মিথ্যা দাবী করে ৫০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন এই অভিনেত্রীর বিরুদ্ধে। জানিয়েছেন অভিযোগ প্রমাণ করতে না পারলে ক্ষমাও চাইতে হবে তাকে।
এদিকে তননুশ্রীর পক্ষে দাড়িয়েছেন ভারতের ন্যাশনাল কমিউনিটি ফর উইমেন কর্তৃপক্ষ। তারাও তনুশ্রীর হয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন নানাকে।
Discussion about this post