পাবনা প্রতিনিধি: পাবনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী টিপু শেখ (৪৫) নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, টিপু শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ৮টি মামলা রয়েছে। সে সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন জানান, রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারীরা অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে মাদক চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। গুলিবিনিময় চলার পর এক পর্যায় পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা। এসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিপু শেখকে সনাক্ত করেন।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা।
Discussion about this post