ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডিসপুট রেজোলিউশন কমিটিতে করা মামলায় হেরে গিয়ে অবশেষে ভারতকে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার ৮০০ টাকা) ক্ষতিপূরণ দিতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ২.২ মিলিয়ন ডলারের খরচের ক্ষতিপূরণের মামলা হেরে গিয়েছি। অর্থাৎ ভারতে যে ক্ষতিপূরণ দিতে হচ্ছে তার বাইরে মামলা লড়ার খরচ ও অন্যান্য আইনি খরচ মিলিয়ে এই টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিতে হচ্ছে।
গেল বছর বিসিসিআইয়ের বিরুদ্ধে আইসিসির ডিসপুট রেজোলিউশন কমিটিতে ৭০ মিলিয়ন ডলারের মামলা করে পাকিস্তান। তাদের সঙ্গে মউ চুক্তি মানেনি ভারত, সেই দাবি করে মামলা করে।
সেই চুক্তি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ভারতের ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে। বিসিসিআইয়ের যুক্তি ছিল, তারা পাকিস্তানের সঙ্গে খেলতে পারেনি কারণ সরকার অনুমতি দেয়নি। পাকিস্তানের চুক্তি অনুযায়ী খেলতে বিসিসিআই বাধ্য নয় বলে দাবি করা হয়। পাকিস্তান এই বক্তব্য নিয়ে আইসিসির কাছে গেলে তা গ্রাহ্য হয়নি।
Discussion about this post