‘চিটাগং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি’র সভাপতি হিসেবে খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হীরু; সাধারণ সম্পাদক হিসেবে পলটন দাশ নির্বাচিত।
আব্দুল্লাহ আল সায়েম, চট্টগ্রামঃ চট্টগ্রামের আইনজীবি, শিক্ষানবীশ আইনজীবি এবং সকল সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের সমন্বয়ে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন চিটাগং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি (সি.এল.এল.এস.এস.) এর সাধারণ সদস্যদের উপস্থিতিতে এবং সংগঠনের উপদেষ্টা অ্যাড. ছানোয়ার আহমেদ লাভলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় অ্যাড. কে. আর.এম. খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হীরুকে সভাপতি এবং অ্যাড. পলটন দাশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
২৭ শে এপ্রিল নগরীর চকবাজারস্থ অভিজাত ভোজ রেস্টুরেন্টে এক সভায় এই পরিষদ গঠন করা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. এস.এম. বদরুল আনোয়ার, সাবেক সভাপতি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. রাশেদ ফারুকী প্রমুখ।
চিটাগং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি (সি.এল.এল.এস.এস.) এর ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নিম্নরূপ-
- সভাপতি অ্যাড. কে.আর.এম. খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হীরু,
- সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল).
- সহ-সভাপতি অ্যাড. খাইরুন্নিসা আখতার (নিসা), অ্যাড. মোহাম্মদ ইমরান, অ্যাড. সুদীপ্ত বিশ্বাস, অ্যাড. সাজ্জাদ হোসেন জুয়েল, অ্যাড. জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব, অ্যাড. সুব্রত শীল রাজু, অ্যাড. মো: মাহবুব আলম (মাহী),
- সাধারণ সম্পাদক অ্যাড. পলটন দাশ,
- সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ হাসান আলী (রুমান), অ্যাড. ফিরোজ উদ্দিন তারেক, অ্যাড. মাহামুদুল হক (সোহেল), অ্যাড. এ.এইচ.এম. মুজাহিদুল ইসলাম, অ্যাড. ইমরান হোসেন চৌধুরী (ইমু),
- অর্থ সম্পাদক অ্যাড. সাব্বির আহমেদ শাকিল,
- সহ- অর্থ সম্পাদক অ্যাড. সৈয়দ মোতাহের হোসেন (রাসিফ),
- সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাদিক উল হক ফরিদী,
- সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো: রাশেদ পারভেজ, নোবেল দে টিটুল, সঞ্জয় মহাজন,
- প্রচার, প্র্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক জয়ন্ত তালুকদার,
- সহ-প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক মো: সাইফুল ইসলাম সাইফ, মু: আখতার হোসাইন,
- সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. অমল চৌধুরী,
- সহ-সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. গিয়াস উদ্দিন ইমতিয়াজ,
- দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন মাছুম,
- সহ-দপ্তর সম্পাদক মো: মোশারেফ হোসেন,
- মহিলা সম্পাদক অ্যাড. ফাহিমা শারমীন,
- সহ-মহিলা সম্পাদক অ্যাড. ফাতেমা নার্গিস হেলনা, কাজী সামছুন নাহার মুক্তা, সামিয়া কুদ্দুছ,
- তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ নাদিমুল আহসান,
- সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসনাত হায়দার ইহাদ,
- সাংস্কৃতিক ও ক্রীড়া স ম্পাদক অ্যাড. আকাশ বসু,
- সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাড. আরাফাত হোসাইন হীরা,
- নির্বাহী সদস্য অ্যাড. মো. দিদারুল আলম সুমন, অ্যাড. ইরফানুল হুদা ফারুকী, অ্যাড. টিপু শীল জয়দেব, অ্যাড. কে.এম. সাইফুল ইসলাম, অ্যাড. মো. ইয়াছিন আরাফাত, অ্যাড. দেলোয়ার হোসেন, অনিক হাওলাদার, মো. আহসানউজ্জামান চৌধুরী, মো. ফোরকান, চন্দন খাস্তগীর (অভি), মো. আব্বাস আলী খান জাবেদ, নাবিল হাসান, আবুল হাসনাত, শামীমা আকতার, অস্মিত চক্রবর্তী (অমিত)।
Discussion about this post