ওবাইদুল আকবর সম্রাট, চট্টগ্রাম প্রতিনিধিঃ চিটাগাং লইয়ারস এন্ড ল’ স্টুডেন্টস সোসাইটি (সি.এল.এল.এস.এস) এর উদ্যোগে এড. পলাশ কুমার রায়কে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পঞ্চগড় জেলা কারাগারে (কারা হেফাজতে) থাকাবস্থায় বাংলাদেশ বার কাউন্সিল এর তালিকাভুক্ত আইনজীবী পঞ্চগড় জেলা বারের সদস্য এডভোকেট পলাশ কুমার রায়কে বিচার বহির্ভুতভাবে আগুনে জ্বালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন চিটাগাং লইয়ারস এন্ড ল’ স্টুডেন্টস সোসাইটি (সি.এল.এল.এস.এস)।
৮ মে, বুধবার দুপুর ১ঘটিকার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে চিটাগাং লইয়ারস এন্ড ল স্টুডেন্টস সোসাইটি (সি.এল.এল.এস.এস) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি এড. কে .আর.এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু এর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক জয়ন্ত তালুকদার এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. পল্টন দাশ।
উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন নুয়েসলা এর সভাপতি এড. ফজলুল বারী, সাধারণ সম্পাদক এড. সেলিম আনসার রানা, এড. হাসান মাহমুদ চৌধুরী রাজীব, এড. কাজী মো. হাসান, সংগঠনের সহ-সভপতি এড. সুদীপ্ত বিশ্বাস, এড. সুব্রত শীল রাজু, এড. মাহবুবুল আলম মাহী, এড. টিপু শীল জয়দেব, এড. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সোহেল, ব্লার সভাপতি এড. সুলতান মহিউদ্দিন জনি প্রমুখ।
বক্তারা বলেন, যারা অধিকার বঞ্চিত মানুষদের জন্য লড়াই করেন। আজ সেই আইনজীবি ও অধিকার বঞ্চিত, জাতীয় ৪ নেতা হত্যার পরে প্রকাশ্যে কারাগারে হেফাজতে থাকাবস্থায় একজন আইনজীবিকে নৃশংস হত্যাকান্ড স্বাধীন বাংলাদেশ এর স্বাধীনতা, নাগরিক অধিকার ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ বার কাউন্সিল এর হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন, এড. আকাশ বসু, এড. সাদেক উল হক ফরিদী, এড. গিয়াস উদ্দিন ইমতিয়াজ, এড. রাশেদ পারভেজ, এড. দিদারুল আলম সুমন, এড. ফাহিমা শারমীন, এড নাজমুল হোসেন রাসেল, এড. রবিউল হক ফরহাদ, সৈয়দ নাদিমুল আহসান, হাসনাত হায়দার ইহাদ, কাজী শামসুল নাহার মুক্তা, মো. আখতার হোসেন, মো. আহসান উজ্জামান চৌধুরী সহ সংগঠনের কেন্দ্রীয় ও শাখা কমিটির সদস্যবৃন্দ।
Discussion about this post