ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এক নাইট পার্টিতে হুঁকা টানার জন্য এবার মামলার মুখোমুখি হলেন পাকিস্তানের বিশ্বকাপ দলের চার ক্রিকেটার। তাদের সঙ্গে মামলায় নাম রয়েছে ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জাও।
সিন্ধ হাইকোর্টে অভিযোগটি দায়ের করেন দেশটির আইনজীবী অবদুল জলিল মারওয়াত। তার দাবি, হুঁকো টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান দল।
অভিযোগপত্রে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে শোয়েব মালিকের স্ত্রী তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার নাম। সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি ও আটিএফ-এর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ শোয়েব মালিক করেন শূন্য রান, ইমাম-উল হক করেন ৭ রান এবং ওয়াহাব রিয়াজ মাত্র একটি উইকেট সংগ্রহ করেন।’
গত ১৬ জুন বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। সেই হারের পরে কয়েকজন পাকিস্তান ক্রিকেটারের নিজেদের পরিবারের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভারতের বিপক্ষে হারের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। টানা তিন ম্যাচে বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারায় সরফরাজের দল। তবে নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট হলেও নেট রানরেটের হিসাবে পিছিয়ে সেমিফাইনালে যেতে পারেনি তারা।
Discussion about this post