প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রীণ ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট (প্রাঃ) লিমিটেড এবং এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে করা মামলায় দশ লক্ষ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের বিজ্ঞ তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক (সি. আর. ৩২/২০১৮) মামলার রায়ে গ্রীণ ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড কোম্পানি এবং কর্মকর্তার বিরুদ্ধে রিয়েল স্টেট আইনের ২৪ ও ২৭ ধারায় দুই বছরের কারাদণ্ড ও দশ লক্ষ টাকা জরিমানার আদেশ দেয় গত ১৭ অক্টোবর।
দন্ডিত ব্যক্তিরা হল- গ্রীণ ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, মোহাম্মদ তাজ উদ্দীন মাহমুদ, কানীজ ফাতেমা মুন, মোহাম্মদ আনোয়ার কবীর।
মামলার সংশ্লিষ্ট ব্যক্তিগণের সহিত আলাপ করে জানা যায় উল্লেখিত আসামীরা রিয়েল স্টেট ব্যবসার নামে দীর্ঘ দিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করতেছে।। এই মামলার বাদী ২০১০-২০১২ ইং সালে গ্রীণ ডেল্টা হাউজিং হতে ফ্ল্যাট ক্র্য়ের জন্য চুক্তি করে অর্থ পরিশোধ করিলেও উক্ত গ্রীণ ডেল্টা হাউজিং তথা আসামীরা প্রতারণার মানসিকতায় একেকটি ফ্ল্যাট ৩/৪ জন ব্যক্তির নিকট একসাথে বিক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন।বাদী সমূদয় অর্থ পরিশোধের পর বহুবার নানানভাবে চেষ্টা তদবির করলেও আসামীদের নিকট থেকে খরিদকৃত ফ্ল্যাট বুঝে নিতে পারে নাই।
গ্রীণ ডেল্টা হাউজিং তথা আসামীরা বহুবার বহু ঠিকানা বদলের পর বর্তমানে গ্রীণ ডেল্টা নাম পরিবর্তন করিয়া গোল্ড সেন্টস রিয়েল স্টেট নামে পূণরায় তাদের এই প্রতারণার ব্যবসা চলমান রেখেছে। খবর নিয়ে জানা যায়, বর্তমানে এ প্রতারনার কাজে কার্যক্রম পরিচালনা করছে শিমুল নামের জনৈক মহিলা।
এছাড়া ফেসবুক সহ অনলাইনে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গ্রীণ ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের প্রতারণা চলছে প্রকাশ্যে। এই প্রতারক চক্রকে যেন দমন করার কেউ নেই।
মামলার সাথে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ সাধারণ মানুষকে উল্লেখিত ব্যক্তি তথা প্রতিষ্ঠানের সাথে লেনদেন না করতে অনুরোধ করেছেন।
Discussion about this post